ক্রিকেট
প্রধান খবর

বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড, খবর ইএসপিএনক্রিকইনফোর

শুরুর আগেই শেষ হয়ে গেল বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্বপ্ন। সূচি অনুযায়ী ভারতে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এমন খবর প্রকাশ করেছে ইএসপিএনক্রিকইনফো। তবে বিষয়টি নিয়ে আইসিসির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ছিল ‘সি’ গ্রুপে। তাদের জায়গায় এবার যুক্ত হচ্ছে ইউরোপ অঞ্চল থেকে বাছাইপর্বে ব্যর্থ হওয়া স্কটল্যান্ড। এই গ্রুপে স্কটল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি

স্কটল্যান্ডের পথচলা

আইসিসি টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে স্কটল্যান্ড বর্তমানে ১৪তম স্থানে। ইউরোপীয় বাছাইপর্বে পাঁচ দলের মধ্যে তারা হয়েছিল চতুর্থ। ওই বাছাইয়ে নেদারল্যান্ডস ও ইতালি শীর্ষ দুইয়ে থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়। তৃতীয় স্থানে থাকা জার্সি রান রেটে পিছিয়ে পড়ে।

বাংলাদেশের জন্য নজিরবিহীন ঘটনা

এটাই প্রথমবার, কোনো টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই আসরে না খেলায় ভবিষ্যতে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনাও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

বিতর্কের শুরু যেভাবে

ঘটনার সূত্রপাত হয় কিছু রাজনৈতিক ও ধর্মীয় নেতার দাবির মুখে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমান-কে বাদ দেওয়ার ঘটনায়। এর পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করা হয় এবং নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভোটাভুটিতে হারের পর বিদায়

দীর্ঘ টানাপোড়েনের পর গত বুধবার আইসিসির সভায় বিষয়টি ভোটে গড়ায়। সেখানে ১৪-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পরে আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিতেও আবেদন করে সফল হয়নি বিসিবি। ফলাফল-বিশ্বকাপের মঞ্চ থেকেই ছিটকে যায় বাংলাদেশ।

সব মিলিয়ে, মাঠে নামার আগেই শেষ হলো বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ অধ্যায়-যা দেশের ক্রিকেট ইতিহাসে এক নজিরবিহীন ও হতাশাজনক অধ্যায় হয়ে থাকল।

এই বিভাগের অন্য খবর

Back to top button