ক্রিকেট
প্রধান খবর

বিশ্বকাপ না খেলায় অবসর কাটছে ক্রিকেটারদের, বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পথে বিসিবি

বিপিএল শেষ হওয়ার পর জাতীয় দলের ক্রিকেটারদের সময় কাটছে অবসরে। নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এবার সর্বোচ্চ আসরে খেলাই হচ্ছে না বাংলাদেশের। এতে একদিকে যেমন ক্রিকেটারদের বড় অঙ্কের আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে হতাশ বিসিবি ও দেশের ক্রিকেটপ্রেমীরাও।

বিসিবির ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে আইসিসি সাড়া না দেওয়ায় বাংলাদেশকে এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। ফলে ফেব্রুয়ারিতে বিশ্বকাপের সময়টা ফাঁকা পড়ে যাচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য।

এই শূন্যতা কিছুটা হলেও পূরণ করতে এবং দেশের ক্রিকেটে প্রাণ ফেরাতে চার দলের একটি ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টে খেলবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়া জাতীয় দলের ক্রিকেটাররা, পাশাপাশি জাতীয় দলের আশপাশে থাকা খেলোয়াড়রাও। জানা গেছে, অংশগ্রহণকারী ক্রিকেটারদের জন্য ভালো অঙ্কের আর্থিক সুযোগ-সুবিধা দেওয়ার কথাও ভাবছে বোর্ড।

সরকার ও বিসিবির বৈঠক

গতকাল রাতে এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও বোর্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। বৈঠক সূত্রে জানা গেছে, বিশ্বকাপের সময় বিকল্প এই টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ এসেছে সরকারের দিক থেকেও

আজ সন্ধ্যায় এক অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাহবুব-উল-আলম জানিয়েছেন, বিসিবির পক্ষ থেকে শিগগিরই এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা আসবে

প্রস্তুতির শেষ পর্যায়ে

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস জানিয়েছেন, টুর্নামেন্ট কমিটির সঙ্গে সমন্বয় করে কয়েক দিনের মধ্যেই আয়োজনের সবকিছু চূড়ান্ত করা হবে। তিনি বলেন,
“টুর্নামেন্ট কমিটির পরিকল্পনায় বিসিবি সভাপতির সম্মতি মিললেই প্রস্তুতি শুরু হয়ে যাবে।”

বিসিএল সূচিতেও পরিবর্তনের আভাস

ঘরোয়া ক্রিকেটের আগের সূচি অনুযায়ী, ফেব্রুয়ারিতে প্রথম শ্রেণির ক্রিকেটের আসর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজনের কথা ছিল। তবে ক্রিকেট পরিচালনা বিভাগ আগে থেকেই চাইছে, মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থাকায় ওয়ানডে সংস্করণের টুর্নামেন্টটি আগে আয়োজন করতে

এদিকে পাকিস্তানের বিপক্ষে মে মাসে অনুষ্ঠেয় দুই টেস্টের আগে চার দিনের ক্রিকেটের আসরটি আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button