ফুটবল
প্রধান খবর

আলোনসোকে যেসব কারণে ছাঁটাই করল রিয়াল মাদ্রিদ

সাত মাসে ‘বিপ্লবী’ থেকে বিদায়-কোথায় ভুল করলেন জাবি আলোনসো?

‘আজ যে কোচকে নিয়ে সমর্থকেরা উল্লাস করে তার অমরত্ব চাইছে, পরের রোববার সেই একই কোচকেই তারা মরতে বলবে’-উরুগুয়ের বিখ্যাত লেখক এদুয়ার্দো গালিয়ানোর এই কথাই যেন ফুটবল কোচদের জীবনের নির্মম সত্য। কোচদের ব্যাগ সব সময়ই গুছানো থাকে-কখন যে বিদায়ঘণ্টা বাজে, কে জানে! সেই বাস্তবতাই গতকাল গভীরভাবে উপলব্ধি করেছেন জাবি আলোনসো

কোচিং ক্যারিয়ারে ‘এলাম, দেখলাম এবং জয় করলাম’ ভঙ্গিতে যাত্রা শুরু করা আলোনসো মাত্র সাত মাসেই বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে ছাঁটাই হয়ে দেখলেন মুদ্রার উল্টো পিঠ। প্রশ্ন উঠছে-লেভারকুসেনকে ইতিহাস গড়া শিরোপা এনে দেওয়া কোচটি রিয়ালে এসে কোথায় ভুল করলেন? নাকি রিয়ালই তাড়াহুড়া করে অন্যায় করল?

খেলোয়াড় আলোনসো: পূর্ণতার নাম

খেলোয়াড় হিসেবে জাবি আলোনসোর ক্যারিয়ারে আক্ষেপ বলে কিছু নেই।
বিশ্বকাপ, ইউরো, চ্যাম্পিয়নস লিগ-সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন। অবসর নিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে।

এরপর কোচিংয়ে নামা। রিয়াল সোসিয়েদাদের ‘বি’ দল দিয়ে শুরু করে ২০২২ সালে দায়িত্ব নেন বায়ার লেভারকুসেনের

লেভারকুসেনে রূপকথার জন্ম

আলোনসোর হাতে দায়িত্ব নেওয়ার সময় লেভারকুসেন ছিল অবনমন শঙ্কায়।
৮ ম্যাচে মাত্র ১ জয়-ক্লাব তখন বিপর্যস্ত। কিন্তু চ্যালেঞ্জ নিতে পিছপা হননি আলোনসো।

অবনমন অঞ্চল থেকে দলকে তুলে আনেন লিগের ষষ্ঠ স্থানে। পরের মৌসুমে যা ঘটেছে, তা আধুনিক ফুটবলের রূপকথা-

  • অপরাজিত থেকে বুন্দেসলিগা শিরোপা
  • ঘরোয়া ট্রেবল
  • ইউরোপা লিগে ফাইনাল

ইতিহাসে প্রথমবার ট্রফি জেতে লেভারকুসেন।

রিয়ালে প্রত্যাবর্তন ও বিতর্কের শুরু

সাফল্যের স্বাভাবিক ধারাবাহিকতায় মৌসুম শেষে আলোনসো যোগ দেন রিয়াল মাদ্রিদে, কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে।

কিন্তু শুরুতেই বিতর্ক-
কিংবদন্তি লুকা মদরিচকে বাদ দেওয়া, যেভাবে তাঁর বিদায় হলো, তা অনেকের চোখে অন্যায়।

তারপরও নজর ছিল মাঠের পারফরম্যান্সে।

পরিসংখ্যান ভালো, বাস্তবতা নয়

আলোনসোর অধীনে রিয়ালের রেকর্ড-

  • ম্যাচ: ৩৪
  • জয়: ২৪
  • হার: ৬
  • ড্র: ৪

পরিসংখ্যান বলছে খারাপ নয়। মজার বিষয়, একই সময়ে বার্সেলোনায় হান্সি ফ্লিকের রেকর্ডও ছিল প্রায় একই। অথচ ফ্লিক পরে জিতেছেন ঘরোয়া ট্রেবলসহ চারটি শিরোপা

তাহলে রিয়াল কি তাড়াহুড়া করল?

‘জাবিবল’ কেন মাঠে নামল না?

লেভারকুসেনে যে ‘জাবিবল’ দর্শনে বাজিমাত করেছিলেন আলোনসো, রিয়ালে তা থেকে গেছে খাতা-কলমেই।

  • দলগত কৌশল গড়ে ওঠেনি
  • ম্যাচ জয়ের জন্য নির্ভরতা ছিল ব্যক্তিগত নৈপুণ্যে
  • মূলত কিলিয়ান এমবাপ্পের ওপর

পুরো সময়জুড়ে রিয়াল স্বরূপে খেলেছেন একমাত্র এমবাপ্পে।
ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোসহ অন্য তারকারা ছিলেন নিজেদের ছায়ায় বন্দী।

বড় ম্যাচে ব্যর্থতা ও রক্ষণ সংকট

আলোনসোর অধীনে রিয়াল যে ৬টি ম্যাচ হেরেছে, তার ৫টিই বড় দলের বিপক্ষে-

  • বার্সেলোনা
  • পিএসজি
  • লিভারপুল
  • আতলেতিকো মাদ্রিদ
  • ম্যানচেস্টার সিটি

বিশেষ করে হাইলাইন ডিফেন্স বড় ম্যাচে বারবার ভেঙে পড়েছে।
প্রতি-আক্রমণ সামলাতেও ভুগেছে দল।

ড্রেসিংরুমে ফাটল

মাঠের বাইরে আরও বড় সমস্যা ছিল ড্রেসিংরুমে-

  • ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে প্রকাশ্য বিরোধ
  • একাধিক খেলোয়াড়ের অসন্তোষ
  • ছাঁটাইয়ের পর অনেকেই বিদায়ী বার্তা দেননি
ভিনিসিয়ুস জুনিয়র ও জাবি আলোনসো
এএফপি

স্পেনের রেডিও লা কাদেনা সেরকে আলোনসো বলেন,

“আপনি খেলোয়াড়দের হাতে এত ক্ষমতা দিতে পারেন না। ক্লাব যদি সব সময় খেলোয়াড়দের পক্ষ নেয়, তবে ড্রেসিংরুম নিয়ন্ত্রণ করা কঠিন।”

ভবিষ্যৎ দেখাতে না পারাই কাল

ছাঁটাইয়ের বড় কারণ-ভবিষ্যতের আশা দেখাতে না পারা
মৌসুমের প্রথম শিরোপা লড়াইয়েই হেরেছে রিয়াল। সামনে থাকা ট্রফিগুলো জেতার সম্ভাবনাও বিশ্বাসযোগ্য মনে হয়নি।

গুরুত্বপূর্ণ সময়ে মোমেন্টাম হারানোই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়।

শেষ কথা

জাবি আলোনসোর কোচিং ক্যারিয়ার মাত্র শুরু। এই পেশায় হুটহাট ছাঁটাই অস্বাভাবিক নয়।
তবে যারা তাঁর হাত ধরে রিয়ালে বিপ্লব দেখার স্বপ্ন দেখেছিলেন, তাঁদের জন্য রিয়াল-আলোনসো অধ্যায়টি হতাশার এক স্মৃতি হয়েই থাকবে

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button