ফুটবল
প্রধান খবর

মেসির ‘স্প্রাইট প্রেমে’ কোকা-কোলার বাজারমূল্য ১৩ বিলিয়ন ডলার বৃদ্ধি

পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েও প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের শেয়ারে জাদুকরী প্রভাব আর্জেন্টাইন তারকার

লিওনেল মেসির প্রভাব যে শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়, তা আবারও প্রমাণ হলো বৈশ্বিক শেয়ারবাজারে। নিজের পছন্দের পানীয় নিয়ে এক সাধারণ মন্তব্যেই কোকা-কোলা কোম্পানির বাজারমূল্য বেড়ে গেছে প্রায় ১৩ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ কোটি টাকা। খবর জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা

সম্প্রতি ‘লুজু টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন মহাতারকা জানান, তিনি মাঝে মাঝে রিল্যাক্স করার জন্য রেড ওয়াইনের সঙ্গে স্প্রাইট মিশিয়ে পান করেন। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরপরই স্প্রাইটের মালিকানা প্রতিষ্ঠান কোকা-কোলার শেয়ারদর এক লাফে ৪.৫ শতাংশ বেড়ে যায়।

বাজার বিশ্লেষকদের মতে, মাত্র কয়েক দিনের মধ্যেই এই শেয়ারমূল্য বৃদ্ধির ফলে কোকা-কোলার মোট বাজারমূল্য প্রায় ১৩ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। বিষয়টি আরও চমকপ্রদ কারণ, মেসি দীর্ঘদিন ধরেই কোকা-কোলার প্রধান প্রতিদ্বন্দ্বী পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে আসছেন।

সাক্ষাৎকারে হাস্যরসের ছলে মেসি বলেন,

‘আমি ওয়াইন পছন্দ করি, তবে সাধারণত ওয়াইনের সঙ্গে স্প্রাইট মিশিয়ে খাই। এতে নেশাটা একটু দ্রুত কাজ করে!’

শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের জন্য পরিচিত মেসির এমন খোলামেলা স্বীকারোক্তি ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে।

এই মন্তব্যের পর ভক্তরা আরও জানতে পারেন, মেসি ব্রাজিলের ‘কুইন্টা ডি মর্গাদো’ নামের একটি তুলনামূলক সাশ্রয়ী রেড ওয়াইন পছন্দ করেন, যার দাম প্রায় ৩০ ডলার। কোটি কোটি ডলারের মালিক হয়েও সস্তা ওয়াইন বেছে নেওয়ায় মেসির সাধারণ জীবনযাপন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার বইছে।

তবে সাশ্রয়ী ওয়াইনের পাশাপাশি মেসির নিজস্ব প্রিমিয়াম ওয়াইন ব্র্যান্ডও রয়েছে। ‘লিওনেল কালেকশন’ নামে তার এই ব্র্যান্ডের একেকটি বোতলের দাম ৬০ ইউরোর বেশি। ২০২৩ সালে বাজারে আসা ‘GOAT 10’ কালেকশনটি প্রকাশের পরপরই পুরোপুরি বিক্রি হয়ে যায়।

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button