
সাফ নারী ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ফুটবল দল। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। রোববার ব্যাংককে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় বাংলাদেশ।
প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় বইয়ে দিয়ে মালদ্বীপকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। ধারাবাহিক আক্রমণে প্রথমার্ধেই ৬-১ গোলে এগিয়ে যায় সাবিনা খাতুনের দল, যা ম্যাচের ভাগ্য প্রায় নির্ধারণ করে দেয়।
দ্বিতীয়ার্ধে গোলের বন্যা
দ্বিতীয়ার্ধে মালদ্বীপের রক্ষণভাগকে পুরোপুরি তছনছ করে দেয় বাংলাদেশ। আরও ৮টি গোল যোগ করে ম্যাচ শেষ করে ১৪-২ ব্যবধানে। এই জয়টি চলতি টুর্নামেন্টে এক ম্যাচে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড হিসেবেও বিবেচিত হচ্ছে।
সাবিনা খাতুনের দুর্দান্ত নেতৃত্ব
শিরোপা নির্ধারণী ম্যাচে সামনে থেকে দলকে নেতৃত্ব দেন অধিনায়ক সাবিনা খাতুন। একাই করেন ৪টি গোল। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা সাবিনার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৩-তে, যা তাকে আসরের অন্যতম সেরা পারফরমার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
পরিসংখ্যানে অপ্রতিরোধ্য বাংলাদেশ
৭টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ ছিল একেবারেই অপ্রতিরোধ্য।
- ম্যাচ খেলেছে: ৬টি
- জয়: ৫টি
- ড্র: ১টি
- মোট পয়েন্ট: ১৬
পুরো টুর্নামেন্টে বাংলাদেশ ৩৮টি গোল করেছে এবং হজম করেছে মাত্র ৯টি। ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি ভুটানের সঙ্গে ড্র করে অপরাজিত থেকেই শিরোপা জিতে নেয় দলটি।
লাল-সবুজের গর্বের অর্জন
সাফ নারী ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মেয়েরা শুধু একটি ট্রফিই জিতেনি, বরং দক্ষিণ এশিয়ার ফুটসাল অঙ্গনে নিজেদের শক্ত অবস্থানও জানান দিয়েছে। এই সাফল্য ভবিষ্যতে নারী ফুটসালের উন্নয়নে নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।
তথ্যসূত্র: বণিক বার্তা



