
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গড়লো নতুন ইতিহাস নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার কোনো দলের একাদশে একসঙ্গে খেললেন বাবা ও ছেলে।
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে আফগানিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার মোহাম্মদ নবি ও তার ছেলে হাসান ইশাখিলকে একাদশে রাখে নোয়াখালী এক্সপ্রেস। এর মধ্য দিয়ে বিপিএলের ইতিহাসে এক অনন্য অধ্যায় যুক্ত হলো।
চলতি আসরে প্রথমবার বিপিএলে অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। তবে শুরুটা মোটেও ভালো ছিল না দলটির। টানা ছয় ম্যাচে পরাজয়ের পর সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের মুখ দেখে তারা। অষ্টম ম্যাচে এসে দর্শকদের জন্য নিয়ে আসে বড় চমক।
আসরের শুরু থেকেই দলের সঙ্গে ছিলেন হাসান ইশাখিল। দুই ম্যাচ পর দলে যোগ দেন মোহাম্মদ নবি। অবশেষে অষ্টম ম্যাচে বাবা-ছেলেকে একসঙ্গে একাদশে দেখা যায়।
শুধু একাদশেই নয়, একই সঙ্গে ব্যাট হাতেও মাঠে নামেন বাবা-ছেলে। নোয়াখালীর তৃতীয় উইকেট হিসেবে হাবিবুর রহমান সোহান আউট হওয়ার পর ওপেনার ইশাখিলের সঙ্গে ব্যাট করতে নামেন তার বাবা মোহাম্মদ নবি। এই দৃশ্য মুহূর্তেই দর্শক ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা ছড়িয়ে দেয়।
বিপিএলের ইতিহাসে বাবা-ছেলের এমন একসঙ্গে খেলার ঘটনা ক্রিকেটপ্রেমীদের জন্য নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।



