বিশ্ববিদ্যালয়শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ থেকে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ তারিখ চূড়ান্ত করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষা পূর্বের বছরের মতো ইউনিট ভিত্তিকভাবেই নেওয়া হবে। তবে প্রথমবারের মতো বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা থাকলেও টেকনিক্যাল জটিলতার কারণে সব পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।

গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেইউ-আইবিএসহ মোট সাতটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে—

  • ‘এ’ ইউনিট: গণিত ও পদার্থবিজ্ঞান অনুষদ
  • ‘বি’ ইউনিট: সমাজবিজ্ঞান অনুষদ
  • ‘সি’ ইউনিট: কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট
  • ‘সি১’ ইউনিট: নাট্যকলা, নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগ
  • ‘ডি’ ইউনিট: জীববিজ্ঞান অনুষদ
  • ‘ই’ ইউনিট: ব্যবসায় শিক্ষা অনুষদ

এ বছরও একই কাঠামো অনুসারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তথ্যসূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

এই বিভাগের অন্য খবর

Back to top button