বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ’র ২ গ্রুপের মারামারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মির্জা সফল প্রধান নামে এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন ।

সফল বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।

সংঘর্ষের এক পর্যায়ে মির্জা সফল প্রধানকে রিকশার চেইন দিয়ে মাথা, পিঠে এবং আঘাত করা হয়।

জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগের সিএফসি গ্রুপের এক কর্মীকে মারধর করে আহত করে সিক্সটি নাইনের গ্রপের এক কর্মী। বিশ্বিবদ্যালয়ের আবাসিক হলের সামনে এ ঘটনা ঘটে।

চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জানাম, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button