আবহাওয়া
প্রধান খবর

দেশে ফের ভূমিকম্প, কেন্দ্রস্থল কোথায়?

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। স্বল্পমাত্রার এই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬.২ মাইল নিচে।

এর আগে গত ২১ ও ২২ নভেম্বর প্রায় ৩১ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও আশপাশে চার দফা ভূমিকম্প হয়েছিল। এর মধ্যে শুক্রবার সকালে নরসিংদীর মাধবদী এলাকায় ৫.৭ মাত্রার কম্পনে ১০ জনের মৃত্যু এবং ছয় শতাধিক মানুষ আহত হয়।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button