পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা-তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

উত্তরের জেলা পঞ্চগড়ে নেমেছে তীব্র শীত। সোমবার (আজ) সকাল ছয়টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর সকাল ৯টায় তা নেমে দাঁড়ায় ১০ দশমিক ৪ ডিগ্রিতে- যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন। টানা পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে এখানেই। সপ্তাহজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে গেছে পুরো পঞ্চগড়। রাতে শুরু হওয়া কুয়াশার টিপটিপ ঝরুনিতে ভিজে গেছে রাস্তাঘাট ও কৃষিজমি। ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন, কমেছে গতি। তীব্র ঠাণ্ডায় সবচেয়ে বেশি ভুগছে নিম্নআয়ের মানুষরা। রাত নামলেই শীতের দাপট বাড়ে আরো বেশি, আর ঠাণ্ডা থেকে বাঁচতে রাস্তার মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে শরীর গরম রাখার চেষ্টা করছেন অসহায় মানুষ।
সূর্যের আলো ফোটার পর কিছুটা কুয়াশা কেটে গেলেও দুপুরের পর আবার নামছে শীত। আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি বা শেষ দিকে তাপমাত্রা আরও কমে এক অঙ্কে নেমে যেতে পারে। সেই সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে বলেও আভাস দিয়েছে তারা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, “তাপমাত্রা আরও কমতে পারে, ডিসেম্বরের শেষের দিকে মৃদু শৈত্যপ্রবাহও দেখা দিতে পারে।”
অন্যদিকে নদীপাড়সহ বিভিন্ন সুবিধাবঞ্চিত এলাকায় শীতবস্ত্রের সংকটে ভোগান্তিতে আছেন মানুষ। জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান জানান, শীত মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলার পাঁচ উপজেলায় ৩০ লাখ টাকার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।
দিনভর শীত, রাতভর কনকনে ঠাণ্ডা-উত্তরের মানুষ এখন তাকিয়ে আছে সূর্যের কোমল উষ্ণতার দিকে।
তথ্যসূত্র: বণিক বার্তা


