বগুড়া জেলা
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বগুড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়ায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
সংবর্ধনার আগে অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
শনিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে
জিলা স্কুলের অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু উপস্থিত ছিলেন।
এসএ