বগুড়ায় কাঠ রাখতে গিয়ে বাস চাপায় ধুনটের ভ্যান চালকের মৃত্যু
বগুড়ার শেরপুর উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় আনোয়ারুল ইসলাম (৩০) নামের ধুনটে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শেরপুর উপজেলার সিমাবাড়ি চান্দাইকোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আনোয়ারু ইসলাম ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতী গ্রামের আব্দুর রশিদের ছেলে।
জানা যায়, আনোয়ারুল ইসলাম কোন এক কাঠ ব্যাবসায়ীর কাঠ নিয়ে প্রায়ই শেরপুরে যেতেন। অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার দুপুরের দিকে মথুরাপুর বাজার এলাকা থেকে নিজ ভ্যানে করে কাঠ নিয়ে চান্দাইকোনার উদ্দ্যেশে রওনা হয়।
ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাকোনা বাজারে সড়ক পার হওয়ার সময় বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস আনোয়ারুল ইসলাম কে চাপা দেয়। ঘটনাস্থলেই আনোয়ারুল ইসলামের মৃত্যু হয় বলে সুত্র জানায়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে আনোয়ারুল ইসলামের মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।