আন্তর্জাতিক খবর

ব্রাজিলে টানা বৃষ্টি ও ভূমিধসে মৃত্যু ৩৫

ব্রাজিলে টানা বৃষ্টি ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৫ জনে। শুক্রবার থেকে শুরু হওয়া দুর্যোগে বিধ্বস্ত দেশটির পেরমানবুকো প্রদেশ।

রয়টার্স জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রদেশটিতে। একাধিক শহরে হয়েছে ভূমিধস। এদের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রেসিফি শহর। ১৯ জনের প্রাণ গেছে শহরটিতে। মরদেহ ও নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃষ্টিপাত অব্যাহত থাকায় এখনও জারি রয়েছে সতর্কতা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে হাজার খানেক বাসিন্দাকে। পাহাড়ি এলাকা হওয়ায় ভূমিধসপ্রবণ ব্রাজিলের এই প্রদেশটি।

এই বিভাগের অন্য খবর

Back to top button