শেরপুর উপজেলা

বগুড়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মাহফুজার রহমান ওরফে মাহফুজ (২৪)উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রাম মোকছেদ আলীর ছেলে।

বৃহস্পতিবার সকালের দিকে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিকেলেই বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর মা মোছা. শিউলী বেগম বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বেধড়ক মারপিটের অভিযোগ এনে বুধবার রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার হওয়া ওই বখাটে যুবকসহ আরো তিনজনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার শালফা গ্রামের আনিছুর রহমানের ওই কিশোরী (১৭) মেয়েকে একই গ্রামের যুবক মাহফুজার রহমান উত্যক্ত করে এবং প্রেম প্রস্তাব দেয়। কিন্তু প্রথমে রাজী না হলেও ওই পরবর্তীতে মেয়েটির সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বখাটে মাহফুজ।

২৯ এপ্রিল রাতে মেয়েটিকে বাড়ির পাশে ডেকে আনে ওই যুবক। একপর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে বাঁশঝাড়ের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে বিয়ের জন্য চাপ দেয়া হলে অস্বীকৃতি জানায়। এরপর চলতি মাসের ১জুন বিয়ের দাবি নিয়ে কিশোরী মেয়েটি প্রেমিক মাহফুজের বাড়িতে গেলে পালিয়ে যায় সে। এসময় তার পরিবারের সদস্যরা বেধড়ক মারপিট করে কিশোরীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার প্রধান অভিযুক্ত মাহফুজকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মারপিটের ঘটনায় জড়িতরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধর্ষণের শিকার ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button