শেরপুর উপজেলা
প্রধান খবর

গুড়া দুধের দই, বগুড়ার নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে দণ্ড দেড় লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে এক অভিযানে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলার সহকারী পরিচালক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ শেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটি যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। মনিটরিংয়ে শেররপুরের নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার প্রমাণ দেখা যায়।
এ ছাড়া প্রতিষ্ঠানটি খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য (সাল্টু) মিশ্রণ এবং পাউডার দুধ দিয়ে দই উৎপাদন করে গরুর দুধের দই বলে বিক্রি করছিল। এসব অপরাধের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার জরিমানা আরোপ এবং আদায় করা হয় বলে উল্লেখ করেন মেহেদী হাসান।


অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা মো. রাসেল, শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা বেগম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button