চোটের কারণে লামিনে ইয়ামাল নেই। তাই উইঙ্গারকে ছাড়া জেতার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত জয় বঞ্চিত কাতালানরা।
শনিবার রাতে লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর মাঠে ২-২ গোলে ড্র করে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
খেলার শুরুটা দুর্দান্তই ছিল। ১৫ মিনিটে রাফিনিয়া ও ৬১ মিনিটে রবার্ট লেভানডোস্কির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। তবে ৮২ মিনিটে মার্ক ক্যাসাদো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। এই সুযোগ কাজে লাগিয়ে ৮৪ ও ৮৬ মিনিটে সেল্টা ভিগোর দুই ফরোয়ার্ড আলফনসো গঞ্জালেস ও হুগো আলভারেজ গোল করে নাটকীয়ভাবে ম্যাচে সমতা ফেরান।
এ ড্রয়ের ফলে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলেও বার্সেলোনার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে।
কোচ ফ্লিক ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে বলেছেন, ‘এটা আমাদের স্বাভাবিক খেলা ছিল না।’