সারাদেশ

সাড়ে ২৬ ঘণ্টা পর বিমানবন্দরের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে লাগা আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিকেলে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। তবে ভবনের ভেতরে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ও সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। ভবনে স্টিলের কাঠামো থাকায় তাপ দীর্ঘসময় ধরে ছিল বলেও উল্লেখ করেন তিনি।

তাজুল ইসলাম বলেন, ভবনের স্টোরঘরটি ছিল সংকীর্ণ এবং সেখানে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। তবে ফায়ার সার্ভিসের প্রবেশে বাধা দেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ভবনটিতে ফাটল দেখা দিয়েছে এবং এটি এখন ঝুঁকিপূর্ণ। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত হয়েছেন। এছাড়া পরিবেশের ওপর সামান্য ঝুঁকি তৈরি হলেও তা গুরুতর নয় বলে জানান তিনি।

শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন লাগে। প্রায় সাড়ে ২৬ ঘণ্টা পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button