সারাদেশ

ফেসবুকে লিখলেন ‘জীবন থেকে পালাতে চাই’, কয়েক ঘণ্টা পর মেট্রো দুর্ঘটনায় মৃত্যু

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদ (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের আব্দুল জলিল চোকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মেট্রোরেলের ওপর থেকে ভারী ধাতব যন্ত্রাংশটি নিচে পড়ে কালামের মাথায় আঘাত হানে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন আবুল কালাম। ব্যবসায়িক ও ব্যক্তিগত কারণে নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন তিনি।

জানা গেছে, চার ভাইয়ের মধ্যে ছোট কালাম স্ত্রী ও দুই সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানতলি এলাকায় বসবাস করতেন। তার ছেলে আব্দুল্লাহর বয়স ৫ বছর এবং মেয়ে সুরাইয়া আক্তারের বয়স ৩ বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

দুর্ঘটনার প্রায় ১৫ ঘণ্টা আগে নিজের ফেসবুকে কালাম লিখেছিলেন, ‘ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।’ কয়েক ঘণ্টা পরই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

তথ্যসূত্র: সমকাল

এই বিভাগের অন্য খবর

Back to top button