নারীর ৬ টুকরা লাশ উদ্ধারের ঘটনা: সেই ফার্মেসি মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে অভি ফার্মেসি থেকে এক নারীর ছয় টুকরা লাশ উদ্ধারের ঘটনায় ওই ফার্মেসির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
শুক্রবার দুপুর দুইটার দিকে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
গ্রেপ্তার অভি ফার্মেসি মালিকের নাম জিতেশ গোপ। তার বাড়ি জগন্নাথপুর পৌর শহরের সিএ মার্কেটের আবাসিক এলাকায়।
বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর পয়েন্টের আব্দুল মতিন মার্কেটের অভি মেডিক্যাল হল থেকে শাহনাজ পারভিন জ্যোস্নার (৩৫) খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। তার স্বামীর বাড়ি জগন্নাথপুর পৌরসভার পেছনের আবাসিক এলাকায়।
বৃহস্পতিবার রাতে জ্যোস্নার ভাই হেলাল মিয়া বাদি হয়ে ফার্মেসি মালিক জিতেশ গোপকে আসামি করে মামলা করেন।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, জিতেশ গোপকে গ্রেফতারের বিষয়টি সিআইডির পক্ষ থেকে তাকে জানানো হয়েছে। এ বিষয়ে সিআইডি বিস্তারিত জানাবে।
এসএ