সারাদেশ

আগুন নেভাতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনা, ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার আগুন নেভাতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন।

সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শহরের চাষাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, চালক জাহাঙ্গীর আলমকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়ি চালানো অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেন বলে জানা গেছে।

জানা যায়, ফতুল্লায় আগুনের খবরে চাষাড়া ফায়ার স্টেশন থেকে অগ্নি ঘটনাস্থলে যাবার পথে ফায়ার সার্ভিসের একটি গাড়ির চালক চলন্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। গাড়িটি চাষাড়া মোড়ে দুর্ঘটনার শিকার হয়। পরে হাসপাতালে নেওয়ার পর জানা যায় চালক জাহাঙ্গীর আলম মারা গেছেন। এতে ফায়ার সার্ভিসের কর্মীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানান, ফতুল্লায় ফকির এপারেলস কারখানার আগুন নিয়ন্ত্রণে আছে। সূত্র: জনকণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button