ডিসিকে ফুল দিয়ে বিদায় জানালেন বগুড়ার এসপি

বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে যাওয়ায় বগুড়ার জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা (যুগ্মসচিব) কে ফুল দিয়ে বিদায় জানিয়েছেন বগুড়া জেলা পুলিশের কর্মকর্তা ও পুলিশ সুপার। জেলা প্রশাসক হিসেবে দীর্ঘ এক বছরের বেশি সময় দায়িত্ব পালনকালে তিনি জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় ও আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
পুলিশ সুপার জানান, জেলা প্রশাসক হোসনা আফরোজা দায়িত্ব পালনকালে অত্যন্ত আন্তরিকতা, সততা, নৈতিকতা ও দক্ষতার সঙ্গে জেলা প্রশাসন ও জেলা পুলিশের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় বজায় রেখেছেন। তিনি বলেন, গত এক বছরের বেশি সময় আমরা একসঙ্গে কাজ করেছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখতে তিনি সবসময় ইতিবাচক সহযোগিতা করেছেন। তাঁর সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্ব সত্যিই অনন্য।
ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে পুলিশ সুপার আরও বলেন, জেলার পুলিশ সুপার হিসেবে আমি তার কাছ থেকে পেয়েছি অসাধারণ সহযোগিতা ও সম্মান। কাজের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং দৃঢ়তা আমাদের প্রতিদিনের কার্যক্রমকে করেছে আরও প্রাণবন্ত। এটি আমাদের ভবিষ্যতের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
জেলার দায়িত্ব পালনকালে জেলা প্রশাসক যে সৌহার্দ্য, সমন্বয় ও একতার পরিবেশ সৃষ্টি করেছিলেন, তা ভবিষ্যতেও বগুড়ার প্রশাসনিক অঙ্গনে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানান পুলিশ সুপার।
বিদায় অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে সম্মান জানানো হয়। শেষে জেলা পুলিশ তাঁর নতুন কর্মস্থলে সুস্বাস্থ্য, সাফল্য ও আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে।



