
বগুড়ার শাজাহানপুর উপজেলায় জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর থানাধীন ফুলদিঘী মধ্যপাড়া এলাকার জমির আলী মোড় থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বনানী মোড়ে অবস্থানকালে স্থানীয়দের মাধ্যমে মোবাইল ফোনে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মোস্তাক আহম্মেদের মুদি ও ফ্লেক্সিলোড দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন দুইজনকে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে ১নং আসামি মো. মিজানুর রহমানের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ১ হাজার টাকার দুইটি জাল নোট ও ২ হাজার ৫০০ টাকা এবং ২নং আসামি মো. বিটুলের প্যান্টের বাম পকেট থেকে ১ হাজার টাকার দুইটি জাল নোট ও ২ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোট ও নগদ টাকার পরিমাণ মোট ৪ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে বুধবার (১৭ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



