বগুড়া জেলা

বগুড়ায় শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে দেবী দূর্গার বিসর্জন

বগুড়ায় ৫ দিনের দূর্গাৎসব শেষে বিজয়া দশমীতে দেবী দূর্গার বিসর্জন। শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে পৌর এলাকার ৭৪ টি মন্ডপ সহ সদরের মোট ১১৯ টি পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে করোনাভাইরাস থেকে বিশ্বের মুক্তির প্রার্থনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

স্বাস্থ্যবিধির কারণে এবারও বিসর্জনের পরিসর ছোট করা হয়েছে। বিজয়া-শোভাযাত্রাও হয়নি।

দেবী এসেছেন এবার ঘোড়ায় চড়ে, গেলেন দোলায় চড়ে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, র‍্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button