শেখ রাসেল একটি শক্তির নাম, যে শক্তিকে অঙ্কুরে বিনষ্ট করা হয়েছে- ডিসি জিয়াউল হক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।
সকাল ৮ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক জিয়াউল হকের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেনের নেতৃত্বে জেলা পরিষদ, এলজিইডি, মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান।
সকাল ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেখ রাসেলের জীবনীর উপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক। তিনি বলেন, শেখ রাসেল একটি শক্তির নাম, যে শক্তিকে খুবই অঙ্কুরে বিনষ্ট করা হয়েছে, যার ভবিষ্যৎ পিষ্ঠ করা হয়েছে। একটা জীবন কতদূর যেতে পারতো, কতটা ব্যপ্তিময় হতে পারতো । ৭৫ এর ১৫ আগষ্ঠ সম্ভাবনাময় এক জীবনের করুন অবসান হয়েছে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে, শিশুর জন্য ঘাতকের নূন্যতম কৃপা বা করুনা হয়নি, যেখানে মানবতার কোন ছোঁয়া ছিল না, যা নির্মমতার চরম দৃষ্টান্ত হিসেবে উপস্থাপিত হয়েছে বিশ্বের বুকে। তিনি শেখ রাসেলের জীবন সম্পর্কে আজকের প্রজন্মকে অবগত হওয়ার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বগুড়ার উপ—পরিচালক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষ, মাসুম আলী বেগ, এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো: গোলাম মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, হেলেনা আক্তার, সদর ইউএনও আজিজুর রহমান সহ সহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা আ’লীগ সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ শহরের ফুলবাড়ীতে সরকারী শিশু পরিবারে শিশুদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন।