বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা জানালেন জেলা পরিষদ প্রশাসক মকবুল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন বগুড়ার নব নির্বাচিত জেলা পরিষদ প্রশাসক ডা. মকবুল হোসেন।
রোববার বিকেল ৫ টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে ডা. মকবুল হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি একজন সফল রাস্ট্রনায়ক তিনি আমার উপরে বার বার আস্থা রেখে বগুড়া জেলা পরিষদের দায়িত্ব প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি ১৫ আগস্ট স্বপরিবারে হত্যার শিকার হওয়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবার, মহান মুক্তিযুদ্ধ আত্মহুতি দেয়া সকল শদীদ, ৩ নভেম্বর জেলখানায় চার জাতীয় নেতা ও ২১ আগষ্ঠ গ্রেনেড হামলায় মৃত্যু বরণ করা সকলের আত্বার মাগফেরাত কামনায় দোয়া করছি।
শ্রদ্ধা নিবেদনের পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর বাড়িতে রাখা পরিদর্শক বইয়েও আবেগ অনুভূতি প্রকাশ করে লিখেন ও স্বাক্ষর করেন ডা. মকবুল হোসেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা পরিষদের প্রধান সহকারী মো. শফিকুল ইমলাম বাদশা, গোপনীয় সহকারী মো. নজরুল ইসলাম এবং গাবতলী উপজেলা তরুণ আওয়ামী লীগ নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ মো. সাহানুর ইসলাম সাকিল।
এ ছাড়াও টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজার ও বাড়ির দায়িত্বপ্রাপ্ত মো. আতিয়ার রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এর আগেও ডা. মকবুল হোসেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২৭ এপ্রিল পুনরায় প্রশাসক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।
এসএ



