বগুড়া জেলা

বগুড়ায় পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত কর্মশালা ও ব্রিফিং

“চাকরি নয় সেবা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ মার্চ (বুধবার) জেলা পুলিশ, বগুড়া’র আয়োজনে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ২.৩০ ঘটিকায় ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ সংক্রান্ত কর্মশালা ও ব্রিফিং।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ সংক্রান্ত কর্মশালা ও ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম (সেবা) পিপিএম,।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা এবং যোগ্য প্রার্থী নির্বাচনের লক্ষে নিয়োগ সংক্রান্ত কর্মশালা ও ব্রিফিং অনুষ্ঠানে পুলিশ সুপার, বলেন, মাননীয় আইজিপির নির্দেশনা মোতাবেক বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে পূর্বের ন্যায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে যারা সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহন করতে সক্ষম, সেই সকল লোকদের খুঁজছে বাংলাদেশ পুলিশ।

তাই কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভাল করবে শুধুমাত্র তারাই নতুন নিয়মে পূর্বের ন্যায় কনস্টেবল পদে নিয়োগ পাবেন।

তিনি আরও বলেন, এ বছর যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবেন; তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগ প্রাপ্ত হবে; বিধায় তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে, এ বিষয়ে সর্তক থাকার জন্য অনুরোধ করেন।

পুলিশ সুপার বলেন, যদি কোন প্রতারক বা দালাল চক্র কোন সদস্যের সাথে বা তার পরিবারের সাথে অর্থ লেনদেনের বিষয়ে কথা বলেন, তাহলে সাথে সাথে বগুড়া জেলার সংশ্লিষ্ট থানা, ফাঁড়ী, ক্যাম্প অথবা পুলিশের স্থানীয় বিট অফিসার’কে অবহিত করার জন্য অনুরোধ করেন। এমনকি এ বিষয়ে সরাসরি নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও পুলিশ সুপার, বগুড়া’কে অবহিত করার জন্যেও অনুরোধ করেন।

এ সময় জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ সহ নিয়োগ কার্যক্রমে সরাসরি নিয়োজিত অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button