প্রধান খবরবগুড়া জেলা

বগুড়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

বগুড়া পুলিশ অফিসার ও ফোর্সদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্যারেড অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম। এছাড়াও প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শরাফত ইসলাম।

প্যারেড পরিদর্শনকালে শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী । পরবর্তীতে তিনি সকলকে পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করেন এবং গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। সেইসাথে জেলা পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য আহ্বান জানান । আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

সবশেষে পুলিশ লাইন্সের ডি-স্টোর, সি-স্টোর, পুলিশ হাসপাতাল, যানবাহন শাখা, মেস ও পুলিশ লাইন্সে স্থাপিত বিভিন্ন শাখা পরিদর্শন করা হয়। এ সময় বগুড়া জেলা পুলিশের সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button