বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যা: মূল আসামি জামিল গ্রেপ্তার

এর আগে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাহালু উপজেলার মাগুড়া গ্রামে লিজ নেওয়া পুকুরে মাছ ধরার সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন যুবদল নেতা রাহুল সরকার।

মূল আসামি জামিল হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বগুড়া শহর যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি জামিল হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (১ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে শেরপুর উপজেলার কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জামিল হোসেন (৪৪) কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামের আব্দুল মজিদ আকন্দের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার।

এর আগে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাহালু উপজেলার মাগুড়া গ্রামে লিজ নেওয়া পুকুরে মাছ ধরার সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন যুবদল নেতা রাহুল সরকার। তিনি বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং শহরের কৈগাড়ী এলাকার সোবহান সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে রাহুল সরকার পুকুরে বরশি দিয়ে মাছ ধরছিলেন। এসময় ৮-১০ জন দুর্বৃত্ত সেখানে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার জানান, হত্যাকাণ্ডের পর জামিল আত্মগোপনে গিয়ে জেলা ছাড়ার পরিকল্পনা করেছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্যও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button