বগুড়া জেলা
প্রধান খবর

সেপ্টেম্বরে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু

শুধু সেপ্টেম্বর মাসেই বগুড়া জেলায় ঘটেছে ৩৪টি সড়ক দুর্ঘটনা, যেখানে প্রাণ হারিয়েছেন ২৭ জন। এই পরিসংখ্যান স্থানীয় সড়ক নিরাপত্তার উদ্বেগজনক চিত্র আরও স্পষ্ট করেছে।

শনিবার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত মাসিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সংস্থাটির তথ্যমতে, গত সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত এবং ৬৮২ জন আহত হয়েছেন। এর মধ্যে বগুড়া অন্যতম দুর্ঘটনাপ্রবণ জেলা হিসেবে চিহ্নিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের হার সর্বাধিক—৩৪ শতাংশেরও বেশি। অতিরিক্ত গতি, ত্রুটিপূর্ণ যানবাহন, অদক্ষ চালক ও ট্রাফিক আইন অমান্য—এই চারটি কারণকেই বেশিরভাগ দুর্ঘটনার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, দুর্ঘটনা রোধে দক্ষ চালক তৈরি, নির্দিষ্ট কর্মঘণ্টা ও বেতন কাঠামো নির্ধারণ, এবং সড়কে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করার বিকল্প নেই। পাশাপাশি, স্বল্পগতির যানবাহনের জন্য আলাদা লেন এবং সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, “প্রতিদিনের এই মৃত্যু মিছিল বন্ধ করতে হলে চালক ও পথচারী উভয়ের সচেতনতা বাড়াতে হবে। শুধু আইন নয়, মানবিক দায়বদ্ধতাও হতে হবে আমাদের মূল শক্তি।”

প্রতিবেদনটি আরও জানায়, নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ক্রমেই বাড়ছে। বেপরোয়া মোটরসাইকেল চালনা এবং পথচারীদের অসচেতনতা এখন সড়ক দুর্ঘটনার নতুন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button