প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় বৃদ্ধ নিহত, বাসে এলাকাবাসীর আগুন

বগুড়ায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় বাদশা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার গোকুল বন্দর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
বাদশা মিয়া(৬০) গোকুল উত্তর পাড়ার মৃত অহিদ উদ্দিনের ছেলে।
আটক বাসচালক ইয়াছিন আলী নারায়ণগঞ্জের বাসিন্দা ও শ্যামলী পরিবহনের বাস চালক।
জানা যায়, সকাল রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে রংপুরগামী শ্যামলী পরিবহনের বাস চাপায় বাদশা মিয়ার মৃত্যু হয়। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওই বাসে আগুন লাগিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে আটক করে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআর/এসএ