নির্বাচন

নির্বাচনী প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নতুন আচরণবিধি গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে পোস্টার, ড্রোন ও বিদেশে প্রচারণায় কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনী প্রচারণায় প্লাস্টিকের কোনো উপকরণ ব্যবহার করা যাবে না। তবে ইলেকট্রনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহারের সুযোগ থাকবে।

তিনি জানান, আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি। আচরণবিধি প্রকাশের পরই এই সংলাপ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সীমানা সংক্রান্ত জটিলতা প্রসঙ্গে ইসি সচিব বলেন, আদালতের আদেশের ওপর নির্ভর করবে নির্বাচনী তফসিল ঘোষণার সময়সূচি।

এর আগে সোমবার (১০ নভেম্বর) রাতে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি–২০২৫’ জারি করে ইসি। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের পর নতুন বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়।

নতুন আচরণবিধিতে প্রথমবারের মতো প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় প্রচারণায় কড়াকড়ি, এআই-এর অপব্যবহার নিষিদ্ধকরণ, এবং প্রতি আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড স্থাপনের সীমা নির্ধারণ করা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, দেড় লাখ টাকা জরিমানা এবং দলের জন্যও সমপরিমাণ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও থাকবে কমিশনের।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় করে নতুন বিধিমালায় একাধিক আধুনিক ও পরিবেশবান্ধব উপাদান যুক্ত করেছে নির্বাচন কমিশন।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button