নির্বাচন

ইসির প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে নতুন প্রতীক ‘শাপলা কলি’।

বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে এ তথ্য প্রকাশ করা হয়। গেজেট অনুযায়ী, ইসির সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় ১০২ নম্বরে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’।

এছাড়া গেজেটে ‘নৌকা’ প্রতীককে স্থগিত হিসেবে উল্লেখ করে ১১৯টি প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো প্রার্থীর ক্ষেত্রে স্থগিত প্রতীক ছাড়া বাকি প্রতীকগুলোর যেকোনোটি বরাদ্দ দেওয়া যাবে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ইসি ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছিল।

গত সোমবার (২৭ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ইসির বিধিমালায় না থাকায় ‘শাপলা’ প্রতীক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে না। কমিশন নিজেরা বিবেচনা করে অন্য একটি প্রতীক বরাদ্দ দেবে বলে জানান তিনি।

নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকেই ‘শাপলা’ দাবি করে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ধারণা করা হচ্ছে, সেই দাবির প্রেক্ষিতেই ইসির তালিকায় নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করা হয়েছে।

তথ্যসূত্র: সমকাল

এই বিভাগের অন্য খবর

Back to top button