নির্বাচন

ভোটারপ্রতি ১০ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। নতুন বিধান অনুযায়ী, এখন থেকে একজন সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনি এলাকায় প্রতি ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন।

সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশের গেজেট প্রকাশ করে।

নতুন অধ্যাদেশে রাজনৈতিক দলগুলোর আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা আনতে অনুদান হিসেবে পাওয়া অর্থের বিস্তারিত তালিকা দলীয় ওয়েবসাইটে প্রকাশের বাধ্যবাধকতা যুক্ত করা হয়েছে।

আরপিওর সংশোধিত অনুচ্ছেদে মূল পরিবর্তনগুলো হলো—

  • অনুচ্ছেদ ৪৪: প্রার্থীর নির্বাচনি ব্যয়ের সীমা ভোটারপ্রতি ১০ টাকা নির্ধারণ।
  • অনুচ্ছেদ ১৩: মনোনয়নপত্রের সঙ্গে জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা।
  • নির্বাচন কর্মকর্তাদের বদলি: এখন থেকে উপ-পুলিশ মহাপরিদর্শককেও (ডিআইজি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
  • অনুচ্ছেদ ৭৩: প্রার্থী ও রাজনৈতিক দলের ক্ষেত্রে মিথ্যা তথ্য, অপতথ্য, গুজব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার রোধে নতুন অপরাধের বিধান যুক্ত করা হয়েছে।

এ ছাড়া অনুচ্ছেদ ৭৪, ৮১, ৮৭ ও ৮৯–এ আনা হয়েছে কয়েকটি ছোটখাটো সংশোধন। অনুচ্ছেদ ৯০–এ দল নিবন্ধন, আর্থিক অনুদান গ্রহণ এবং কোনো দলের নিবন্ধন স্থগিত হলে তার নির্বাচনি প্রতীক স্থগিত রাখার বিধান সংযোজন করা হয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button