আপিল শুনানির চতুর্থ দিন শেষে আরও ৫৩ জনের প্রার্থিতা ফিরে পেল, মোট সংখ্যা ২০৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইসিতে জমা পড়েছে ৬৪৫টি আপিল আবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিন শেষে আরও ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এতে এখন পর্যন্ত আপিলের মাধ্যমে মোট ২০৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন মোট ৭০টি আপিল আবেদন শুনানি হয়। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর এবং ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে। নামঞ্জুর হওয়া আপিলগুলোর মধ্যে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে করা দুটি আপিলও খারিজ করা হয়।
ইসি কর্মকর্তারা জানান, আগের তিন দিনের আপিল শুনানি শেষে ১৫০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। এর মধ্যে
- প্রথম দিন ৫১ জন (যদিও ৫২টি আপিল মঞ্জুর হয়েছিল, একটি ছিল বিপক্ষের আপিল,
- দ্বিতীয় দিন ৫৮ জন
- তৃতীয় দিন ৪১ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পান।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, এই আপিল শুনানি কার্যক্রম আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।
তথ্যসূত্র: বণিক বার্তা



