বিনোদন

আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়? প্রশ্ন সাদিয়া আয়মানের

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান আবারও আলোচনায়। ‘তাকদীর’ ওয়েব সিরিজে অভিনয়ের পর থেকেই দর্শকদের কাছে তার গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। পর্দায় নিয়মিত থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সবসময় সক্রিয়। তবে সম্প্রতি নিজের এক ব্যক্তিগত অনুভূতি শেয়ার করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

এক পোস্টে সাদিয়া লিখেছেন, ফেব্রুয়ারি থেকে অসংখ্য সুন্দর ছবি ও ভিডিও জমে আছে—পোস্ট করার ইচ্ছা থাকলেও সেটি আর হয়ে ওঠেনি। এখন আর আগ্রহও হচ্ছে না। তার ভাষায়, “একটা ছবি বা ভিডিও পোস্ট করতে কত কিছু করতে হয়! ছবি সিলেক্ট, এডিট, গান বাছাই—সবই এখন অনেক প্রেসার লাগে। আমার বয়সও তো বেশি না, তবুও এমন কেন হয়?”

তিনি আরও জানান, শুধু পোস্টই নয়—সঠিক ক্যাপশন খুঁজে পাওয়াটাও মানসিকভাবে চাপ তৈরি করে।

সাদিয়ার এমন অভিজ্ঞতায় অনেক নেটিজেনও মন্তব্য করে একমত প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “কোন গান রাখবো ভাবতেই মুড চেঞ্জ হয়ে যায়।” আরেকজন বলেন, “মনের অবস্থা সবসময় এক থাকে না—মুড খারাপ হলে কিছুই ভালো লাগে না।”

সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তার চাপ ও মানসিক ক্লান্তি—এই দুইয়ের মাঝেই এখন নতুন করে আলোচনায় সাদিয়া আয়মান।

এই বিভাগের অন্য খবর

Back to top button