বিনোদন

ফিলিস্তিন থেকে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে নাদিন আইয়ুব

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করে ইতিহাস গড়েছেন নাদিন আইয়ুব। ২৭ বছর বয়সী এই মডেল মূলত পশ্চিমতীরের রামাল্লার বাসিন্দা। তিনি ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেন এবং একই বছর মিস আর্থ প্রতিযোগিতায় ফিলিস্তিনকে প্রতিনিধিত্ব করে শীর্ষ পাঁচে জায়গা করে নেন—যা ফিলিস্তিনের প্রথম বড় আন্তর্জাতিক সাফল্য।

আমিরাতভিত্তিক গণমাধ্যম দ্য ন্যাশনালের তথ্য অনুযায়ী, মনোবিজ্ঞান ও সাহিত্যে স্নাতক নাদিন আইয়ুব কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিবিদ হিসেবে কাজের পাশাপাশি তিনি নারীর ক্ষমতায়ন নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন।

নারীদের শিক্ষা ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন এআই-ভিত্তিক প্রতিষ্ঠান ‘গ্রিন অলিভ একাডেমি’। এছাড়া ‘প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড’-এর প্রতিনিধিও তিনি।

মিস ইউনিভার্স মঞ্চে নাদিন ফিলিস্তিনের ঐতিহ্যবাহী ‘শাতওয়া’ মাথায় ধারণ করেন। তার গাউনে জলপাইগাছের মোটিফ যুক্ত করা হয়, যা শান্তির প্রতীক; ভেতরের অংশে ফুটে ওঠে আল আকসা মসজিদের চিত্র।

নাদিন আইয়ুব বলেন, “আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি—যাদের শক্তি বিশ্বকে দেখানো উচিত।”

এই বিভাগের অন্য খবর

Back to top button