বিনোদন

অনেক দিন ধরেই একসঙ্গে আছি: প্রেমিক প্রসঙ্গে জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রথমবারের মতো স্বীকার করলেন, তিনি দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন। কলকাতাভিত্তিক একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জয়া জানান, বহু বছর ধরে একসঙ্গে আছেন তাঁর বিশেষ মানুষটির সঙ্গে, যিনি শোবিজ অঙ্গনের কেউ নন।

জয়ার ভাষ্যে, “পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু হয়ে ওঠা জরুরি, আর আমরা সেটা পেরেছি। আমি প্রচুর ভ্রমণ করি, দীর্ঘদিন কলকাতায় কাজ করি—এসব কিছুই তিনি মনেও আনেন না, বরং আমাকে সমর্থন করেন। আমরা দুজনই প্রাইভেট মানুষ, নিজেদের মতো করে থাকতে ভালোবাসি।”

সঙ্গীর শান্ত স্বভাব তাঁর সবচেয়ে পছন্দের গুণ বলে উল্লেখ করেন জয়া। মজার ছলে সঞ্চালক বলেন, “আপনিও তো শান্ত।” জবাবে জয়া হাসিমুখে স্বীকার করেন, “হ্যাঁ, হয়তো সে কারণেই তাঁকে পছন্দ করেছি।”

বিয়ে প্রসঙ্গে জয়া জানান, “এখনই বলতে পারছি না, তাড়াতাড়ি ইচ্ছে হবে কি-না বা আদৌ হবে কি-না জানি না। বিয়ে করে একসঙ্গে থাকার ধারণাকে আমি শ্রদ্ধা করি, তবে এখনও কোনো সিদ্ধান্ত নেইনি।”

বিয়ে নিয়ে ভয় কাজ করে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, “প্রস্তুতির বিষয় নয়, আমার ভেতরে একটা ভীতি আছে। আগের সম্পর্কের অভিজ্ঞতার কারণেও এমনটা হতে পারে।”

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘বিউটি সার্কাস’, ‘বিনিসুতোয়’সহ বহু ছবিতে অভিনয় করেছেন। প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন ‘দেবী’ ও ‘ঝরা পালক’-এর মতো কাজে। সম্প্রতি দেশে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘তাণ্ডব’ ও ‘উৎসব’।

এই বিভাগের অন্য খবর

Back to top button