বিনোদন

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চিকিৎসাধীন

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ছবি: সংগৃহীত

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তার ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। তিনি কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশবাসীর কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চান।

জানা গেছে, ইলিয়াস কাঞ্চন এ বছরের শুরুতে শারীরিক জটিলতায় ভুগতে থাকেন। ৯ এপ্রিল ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে পরীক্ষা–নিরীক্ষার পর তার মাথায় টিউমার ধরা পড়ে। পরবর্তীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স–এর বিশেষজ্ঞরা জানান, টিউমারটি মস্তিষ্কের গভীরে থাকায় অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। এ অবস্থায় পরিবার লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

২৬ এপ্রিল তিনি লন্ডনে যান এবং সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা শেষে ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারের অবস্থান জটিল হওয়ায় আংশিক অপসারণ করা সম্ভব হয়েছে।

ডাক্তাররা জানিয়েছেন, অবশিষ্ট টিউমার রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে। ছয় সপ্তাহ ধরে সপ্তাহে পাঁচ দিন চিকিৎসা চলবে। এরপর চার সপ্তাহ তাকে পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসা সফলভাবে সম্পন্ন হলে তিনি দেশে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তার ছেলে মিরাজুল মইন জয়।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button