গাবতলী উপজেলা
প্রধান খবর

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রতীকী ছবি

বগুড়ার গাবতলী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিয়াম আল গালিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার উনচুরকি এলাকায় গাবতলী-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গালিব সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা গ্রামের মোসলেম মন্ডলের ছেলে এবং বগুড়া টিএমএসএস কলেজ হাসপাতালে চাকরি করতেন।

জানা গেছে, সকালে কর্মস্থলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক ও সিএনজি অটোরিকশার মাঝে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button