
দেশে টাইফয়েড প্রতিরোধে শুরু হয়েছে জাতীয় টিকাদান কর্মসূচির নতুন অধ্যায়। স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এবার অনলাইনের মাধ্যমে সহজেই নিবন্ধন করে নেওয়া যাবে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) টিকা।
প্রাথমিকভাবে ৬ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের এই টিকার আওতায় আনা হবে। পরবর্তী ধাপে প্রাপ্তবয়স্কদেরও অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অনলাইনে নিবন্ধন করার ধাপসমূহ ধাপ–১: যান www.surokkha.gov.bd ওয়েবসাইটে অথবা মোবাইলে “সুরক্ষা অ্যাপ” ডাউনলোড করুন।
ধাপ–২: “নিবন্ধন করুন” বাটনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর ও জন্মতারিখ দিন। শিশুদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করা যাবে।
ধাপ–৩: টিকার তালিকা থেকে “টাইফয়েড টিকা (TCV)” অপশনটি নির্বাচন করুন।
ধাপ–৪: আপনার অবস্থান অনুযায়ী নিকটস্থ টিকাকেন্দ্র ও সুবিধাজনক তারিখ নির্বাচন করুন।
ধাপ–৫: সব তথ্য যাচাই করে ‘নিশ্চিত করুন’ বাটনে ক্লিক করুন। নিবন্ধন সম্পন্ন হলে মোবাইলে একটি নিশ্চিতকরণ এসএমএস পাবেন।
ধাপ–৬: নির্ধারিত তারিখে এসএমএসসহ জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি নিয়ে টিকাকেন্দ্রে উপস্থিত হয়ে টিকা নিন।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য বিষয়তথ্যওয়েবসাইটwww.surokkha.gov.bdমোবাইল অ্যাপ“সুরক্ষা অ্যাপ” (Play Store / App Store)
টিকাদান সময়১৫ অক্টোবর – ৩০ নভেম্বর ২০২৫বয়সসীমা৬ মাস থেকে ১৫ বছরটিকার নামটাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকা গ্রহণ করলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুণ বেড়ে যায়।
নিজে টিকা নিন, সন্তানকে টিকা দিন- টাইফয়েডমুক্ত ভবিষ্যৎ গড়ুন।



