আন্তর্জাতিক খবর

হংকং ও চায়না হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ আগুনে ৪৪ জনের মৃত্যু

হংকং–চায়নার উত্তরাঞ্চলের একটি হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ১৬ ঘণ্টা পার হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আটটি ভবনের মধ্যে মাত্র চারটির আগুন নেভানো গেছে। এখন পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে, আর নিখোঁজ রয়েছেন কমপক্ষে ২৭৯ জন।

দেশটির গত ৮০ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় ৭০০ ফায়ার সার্ভিস কর্মী কাজ করলেও আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হয়নি।

স্থানীয় সময় বিকেল তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে গিয়ে একজন ফায়ার ফাইটারও প্রাণ হারিয়েছেন। কমপ্লেক্সটিতে আটটি ব্লকের মধ্যে প্রায় ২ হাজার অ্যাপার্টমেন্ট আছে, যেখানে বয়স্ক বাসিন্দাই বেশি। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এখানে ৪ হাজার ৬শ’ জন বসবাস করলেও সংস্কার কাজ চলায় ঠিক কতজন ছিলেন—তা নিশ্চিত নয়। ঘটনাটি লেভেল ফাইভ ক্যাটাগরিতে শ্রেণিভুক্ত করা হয়েছে, যা সর্বোচ্চ ঝুঁকির মাত্রা।

হাসপাতালে নেওয়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে। নির্মাণশ্রমিকদের জন্য স্থাপিত বাঁশের মাচা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার বড় কারণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আশপাশের ভবনগুলো খালি করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অস্থায়ী শেল্টার ও হেল্প ডেস্কও খুলে দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিভিন্ন দেশের বিশ্বনেতারা।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button