আরব সাগরে ৪৫টি দেশের নৌবাহিনীর সামরিক মহড়া চালাচ্ছে পাকিস্তান

আরব সাগরে ৪৫টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে বিশালাকার সামরিক মহড়া চালাচ্ছে পাকিস্তান। সপ্তাহব্যাপী এই মহড়ায় রাশিয়া ও পশ্চিমাদের সামরিক ন্যাটো অংশগ্রহণ করছে। আর একদিন আগে বৃহস্পতিবার আন্তঃব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের তত্ত্বাবধানে আরব সাগরে জড়ো হয়েছে মোট ৪৫টি দেশের নৌবহর। ‘শান্তির জন্য একসঙ্গে’ স্লোগানে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই মহড়ার উদ্দেশ্য জলদস্যু, সন্ত্রাসবাদ ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।
শুক্রবার থেকে শুরু হওয়া ‘আমান ২১’ আয়োজনে প্রায় এক দশক পর ন্যাটো সদস্যদের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিলো রাশিয়া। এদিকে বৃহস্পতিবার বাবুর ক্রজ নামে এক ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ক্ষেপনাস্ত্রটি সমতল ও সমুদ্রে ৪৯০ কিলোমিটার রেঞ্জের মধ্যে হামলা প্রতিহত করতে সক্ষম।
এদিকে পরমাণু সমঝোতা ইস্যুতে আবারো যুক্তরাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার এক বিবৃতিতে তিনি আরো বলেন, সমঝোতায় ফেরার আগে ইরানের ওপর থেকে সমস্ত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে।