আন্তর্জাতিক খবর

ভারতে যাত্রীবাহী বাসে আগুন, নিহত অন্তত ১৯

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের জয়সলমেরে চলন্ত যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার বিকেলে জয়সলম থেকে জোধপুরগামী ওই বাসে আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। বাসটি ৫৭ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করার কিছুক্ষণ পর জয়সলম-জোধপুর মহাসড়কে পৌঁছালে বাসের পেছনের অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

চালক বাস থামানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক যাত্রী নামতে না পারায় আগুনে পুড়ে মারা গেছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের জয়সলমেরের জওহর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

জেলা প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। জেলা কালেক্টর প্রতাপ সিংহ আহতদের চিকিৎসা ও সহায়তার জন্য হেল্পলাইন চালুর নির্দেশ দিয়েছেন।

মর্মান্তিক এই ঘটনায় রাজ্যপাল হরিভাউ বাগাড়ে, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলত ও অন্যান্য রাজনৈতিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, “জয়সলমেরের বাসে আগুনের ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জানাচ্ছি। আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।”

সূত্র: এনডিটিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button