আইন ও অপরাধ
প্রধান খবর

মোবাইলে কোনো শিশুর অশ্লীল ছবি তুললেই তথ্য যাবে সিআইডির কাছে

কোনো শিশুর অশ্লীল বা যৌন নির্যাতনের ছবি মোবাইলে ধারণ করা হলে তাৎক্ষণিকভাবে সেই তথ্য সিআইডির কাছে পৌঁছে যাবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে এ তথ্য জানান সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ

এদিন নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারের লক্ষ্যে সিআইডি ও অ্যাম্বার এলার্ট ফর বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে চালু করা হয় নতুন সতর্কতামূলক ব্যবস্থা ‘মুন অ্যালার্ট’। এই উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে টোল-ফ্রি হেল্পলাইন ১৩২১৯

সিআইডি জানায়, কোনো শিশু নিখোঁজ হলে মুন অ্যালার্টের মাধ্যমে শিশুটির তথ্য দ্রুত ছড়িয়ে দেওয়া হবে দেশের সব পুলিশ স্টেশন, সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক ও টুইটার), এটিএম বুথ, মেট্রোরেলসহ গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে

সিআইডি প্রধান বলেন, নিখোঁজের পর প্রথম তিন ঘণ্টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হবে। এই সময়ের মধ্যেই শিশুকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাবে আইনশৃঙ্খলা বাহিনী। শিশু নির্যাতন ও অপরাধ দমনেও এই ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, শিশু সুরক্ষায় শুধু পুলিশ নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ সম্ভব।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button