নন্দীগ্রাম উপজেলা
প্রধান খবর

বগুড়ায় স্বামীর কুঠারের আঘাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে কুঠার দিয়ে কুপিয়ে স্ত্রী মোর্শেদা বেগমকে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় কুঠার উদ্ধারসহ ঘাতক স্বামী তয়েজ উদ্দিনকে (৫০) আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে ওই এলাকার ইউপি সদস্য শামছুর রহমান জানান, তয়েজ উদ্দিন দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন। আজ দুপুরের দিকে তয়েজ উদ্দিনের স্ত্রী গোসল সেরে বাথরুম থেকে বের হন। ওই সময় কুঠার দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন তয়েজ উদ্দিন। এরপর তিনি নিজ বাড়ির দুই তলায় উঠে বসে ছিলেন।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) হোসাইন মো. রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত কুঠার উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ তয়েজ উদ্দিনকে আটক করে নিয়ে এসেছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো কলহ থাকতে পারে। আবার স্থানীয়ভাবে জানা গেছে আটক ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। তবে এসব কোনো কিছু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্তের পর বিষয়টি জানা যাবে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button