রাজনীতি

এনসিপির মনোনয়নপত্র কিনলেন সেই রিকশাচালক সুজন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জুলাই অভ্যুত্থয়ের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এনসিপির কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র নেন। এ সময় দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে ভাইরাল হন সুজন। সেই জনপ্রিয়তা তার রাজনৈতিক যাত্রাকে সামনে এগিয়ে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সুজন বলেন, “আমি সংগ্রাম করেছি, সংগ্রাম দেখেছি। এনসিপি থেকে মনোনয়ন কিনেছি। সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ঢাকা-৮ আসনে নির্বাচন করতে চাই। মনোনয়নপত্র কেনার মাধ্যমে প্রমাণ হলো—রাজনৈতিক দলে সবারই সমান অধিকার রয়েছে। যে কেউ মনোনয়ন ফরম কিনতে পারে। এ জন্য এনসিপির প্রতি আমি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামায়াত থেকে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণায় আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button