
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। এর ফলে তিনি বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আপাতত সফরে আসছেন না।
বিএনপি সূত্রে জানা যায়, চলমান নির্বাচনী প্রক্রিয়া ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশনের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটি জানিয়েছে, নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে সফরটি স্থগিত রাখা হয়েছে।
দলীয় পরিকল্পনা অনুযায়ী, আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে তারেক রহমান উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের সিদ্ধান্ত নিয়েছিলেন। এ সফরে তিনি জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে কবর জেয়ারত করার কথা ছিল। পাশাপাশি কিছু পারিবারিক দায়িত্ব পালনের কর্মসূচিও ছিল সফরের অংশ হিসেবে।
তবে নির্বাচন কমিশনের অনুরোধে সফরটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বিএনপি।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
দলীয় নেতারা জানিয়েছেন, পরিস্থিতি অনুকূলে এলে পরবর্তীতে উত্তরাঞ্চল সফরের নতুন তারিখ ও কর্মসূচি গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।



