
ঘরের ছেলেকে বরণ করতে সব প্রস্তুতিই প্রায় শেষ।
বিএনপির কার্যালয় থেকে শুরু করে পুরো শহরজুড়ে চলছিল সাজসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা আর কর্মসূচির ব্যস্ত আয়োজন। কিন্তু সব প্রস্তুতির মাঝেই এলো হঠাৎ খবর—ঘরের ছেলে আপাতত ফিরছেন না ঘরে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়াসহ উত্তরাঞ্চলের নির্ধারিত সফর আপাতত স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের অনুরোধের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সফর স্থগিত হওয়ায় আগামী ১২ জানুয়ারি বগুড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে নির্ধারিত গণদোয়া অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। তারেক রহমানের সফরের অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
দলীয় নেতারা জানান, সফর স্থগিত হলেও এটি চূড়ান্ত বাতিল নয়। বিএনপির শীর্ষ এক নেতা জানান, আগামী ২১ জানুয়ারির পর যেকোনো সময় তারেক রহমান বগুড়ায় আসতে পারেন। তিনি বলেন, “২১ তারিখের পর যে কোনো সময় তারেক রহমান তার জন্মভূমি বগুড়ায় আসবেন।”
এর আগে ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১১ জানুয়ারি থেকে চার দিনের সফরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা পরিদর্শনের কথা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। সফর স্থগিত হওয়ায় বগুড়ার নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশা দেখা গেছে।
তবে হতাশার মাঝেও নেতাকর্মীরা বলছেন, এ সফর স্থগিতের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তাদের অভিযোগ, দলের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতেই তারেক রহমানের সফর নিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। তবে এসব বাধা দিয়ে তার জনপ্রিয়তা কমানো যাবে না বলেও দাবি করেন তারা।
একইসঙ্গে, তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন—এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে স্বস্তিও দেখা গেছে। তাদের বিশ্বাস, খুব শিগগিরই তিনি বগুড়ায় আসবেন এবং তার রাজনৈতিক পরিকল্পনা ও নেতৃত্বে দেশের পাশাপাশি বগুড়ার উন্নয়ন ও সাংগঠনিক কর্মকাণ্ড নতুন গতি পাবে।
নেতাকর্মীদের প্রত্যাশা, দীর্ঘ অপেক্ষার পর ঘরের ছেলে যখন ফিরবেন, তখন এই নগরী আবারও উজ্জীবিত হবে রাজনৈতিক কর্মকাণ্ডে।
ঘরের ছেলেকে বরণ করার সেই অপেক্ষা তাই আপাতত আরও কিছুটা দীর্ঘ হলো।



