ধর্ম

আজ শুরু হচ্ছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা

দুর্গাপূজা। ছবি: প্রথম আলো

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে দেবী দুর্গার নিদ্রা ভাঙাতে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে বোধন। মণ্ডপে-মন্দিরে পঞ্চমীর সন্ধ্যায় বেলশাখায় দেবীর বন্দনাপূজার মধ্য দিয়েই শুরু হবে এই আচার। রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ বছরের শারদীয় দুর্গোৎসব।

‘বোধন’ শব্দের অর্থ জাগরণ বা চৈতন্যপ্রাপ্তি। শরৎকালের দুর্গাপূজায় এই বোধন একটি অত্যাবশ্যকীয় অঙ্গ। পুরাণ মতে, রাক্ষসরাজ রাবণ বধের উদ্দেশ্যে ভগবান রাম শরৎকালে দুর্গাপূজা করেছিলেন। অকালে এই পূজা করার কারণে এটি ‘অকালবোধন’ নামেও পরিচিত।

বোধনের পর রোববার ষষ্ঠীবিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী ও কুমারীপূজা, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব।

পঞ্জিকামতে, এবার দেবী দুর্গা গজে (হাতি) চড়ে পৃথিবীতে আসবেন। এর ফল হিসেবে শস্যপূর্ণ হবে বসুন্ধরা। তবে বিদায়ের সময় দেবী স্বর্গালোকে ফিরবেন দোলায় (পালকি) চড়ে, যার ফল হিসেবে রোগ, মড়ক ও প্রাকৃতিক দুর্যোগ বাড়বে বলে বিশ্বাস রয়েছে।

এদিকে শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক সংবাদ সম্মেলনে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও পূজা উদযাপন পরিষদ এবারের দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি তুলে ধরে। শান্তিপূর্ণ পরিবেশে নিরাপত্তার সঙ্গে পূজা উদযাপনে সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button