ইসলাম বৃষ্টির পানি দিয়ে অজু করা নিয়ে কী বলে

ছবি: সংগৃহীত
বৃষ্টি ইসলামে মহান আল্লাহ তায়ালার এক বিশেষ রহমত ও কল্যাণকর নিদর্শন হিসেবে গণ্য করা হয়। এর মাধ্যমে আল্লাহ মানবজাতিসহ সকল প্রাণীর জন্য রিজিকের ব্যবস্থা করেন। অর্থাৎ, বৃষ্টির সঙ্গে জীবনধারণ ও রিজিকের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান।
পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আমি আসমান থেকে বরকতময় পানি বর্ষণ করেছি। অতঃপর তা দ্বারা আমি উৎপন্ন করি বাগ-বাগিচা ও কর্তনযোগ্য শস্যদানা।’ (সুরা কাফ, আয়াত: ৯)। অন্যত্র উল্লেখ আছে, ‘আমি আকাশ থেকে পরিশুদ্ধ পানি বর্ষণ করি।’ (সুরা ফুরকান: ৪৮)। এসব আয়াতে বৃষ্টির পানির পবিত্রতা ও উপযোগিতার কথা তুলে ধরা হয়েছে।
ইসলামে বৃষ্টির পানি সংরক্ষণ সুন্নাহ হিসেবে গুরুত্ব পেয়েছে। নবী করিম (সা.) বৃষ্টির পানি দিয়ে অজু করতেন এবং এর ব্যবহারকে ফজিলতপূর্ণ বলেছেন (আবু দাউদ: ১১২, তাহারাত অধ্যায়)। জলবায়ু পরিবর্তনের এ যুগে এ সুন্নাহ বাস্তবায়ন পরিবেশ সংরক্ষণ ও পানির টেকসই ব্যবহার নিশ্চিত করতে পারে।
হাদিসে উল্লেখ আছে, জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার থাকলে এবং রং, স্বাদ বা গন্ধের পরিবর্তন না হলে তা দিয়েও অজু করা যায়। (দুররুল মুখতার: ১/৩২৩, হাশিয়াতুত তাহতাবি: ১৯-২০)। সাহাবায়ে কেরামও বৃষ্টির পানি সংরক্ষণ করতেন, আর নবীজি (সা.) নিজেও বৃষ্টির পানি ব্যবহার করতেন (সহিহ মুসলিম: ৬১২)।
ইসলাম বৃষ্টিকে শুধু প্রাকৃতিক ঘটনা নয়, বরং আল্লাহর মহৎ দান হিসেবে দেখে। এর সঠিক ব্যবহার ও সংরক্ষণের মাধ্যমে মানবকল্যাণ, পরিবেশ রক্ষা ও জীবনের উন্নতি সাধন সম্ভব।